আগমনীর আভাস
প্রবোধ কুমার মৃধা
নীল আকাশে নীলকন্ঠ
পাখির দেখা পেলে
বুঝতে হবে মায়ের আসার
সময় এল চলে।
আবার যখন নদীর চরে
বসে কাশের মেলা
মায়ের আগমনের আভাস
ভাসে বিকেলে বেলা।
চারিদিকে শ্যামল শোভন
সবুজ সমারোহ
শিশির ভেজা শিউলি হয়ে
ঝরে মায়ের স্নেহ।
শুভ্র-খন্ড মেঘের ভেলায়
আসেন শারদ লক্ষ্মী
সুরলোকের সুরের ছোঁয়া
হৃদয়ে দেয় উঁকি।
মাটির ঘরের চিন্ময়ী মা
মৃন্ময়ী তার কায়া
সেই রূপেতে লুকিয়ে আছে
বিশ্বমায়ের ছায়া।
____________
প্রবোধ কুমার মৃধা, পূর্ব গাববেড়িয়া, পো ঢোষা, থানা জয়নগর, জেলা দঃ২৪ পরগণা, পিন ৭৪৩৩৩৭
Comments
Post a Comment