সংগ্রামী এক পথ
বনবীথি ব্যানার্জী
স্বাধীনতার ভোরের সূর্য, দেখব দুচোখ ভরে,
রইবে না আর বিভেদ প্রাচীর, ধর্ম ধর্ম করে।
যন্ত্রণা আর অনেক সে ত্যাগ, সহ্য করে বুকে,
ব্রিটিশ জাতির অত্যাচারটা, দেওয়া গেছে রুখে।
ভায়ে ভায়ে কলহেতে, মিছে কেন জড়াই,
নয় সৌহার্দ্যের আবেশ মেখেই, চলুক মোদের বড়াই।
রুখে দাও এই বর্বরতা, আমার স্বদেশ জুড়ে,
জাতি দাঙ্গার অন্তরালে, এ দেশ যাচ্ছে পুড়ে।
লোভ লালসার অত্যাচারে, মসনদী সব দৃষ্টি,
দেশবাসী সব ভুলেই যাচ্ছে, স্বাধীনতার কৃষ্টি।
রাখি বন্ধু বন্ধনেতে, আমার স্বর্গ ধামে,
স্বাধীন ভারত গড়ার লক্ষ্যে, গুনছি প্রহর যামে।
যাদের রক্তের বিনিময়ে, স্বাধীনতার দোলা,
বীর বিপ্লবী শহিদ তাদের, মর্মে যায় না ভোলা।
স্বাধীনতার প্রাক্কালেতেই, খন্ডিত হল দেশ,
স্বার্থান্বেষী লোভাতুর সব, দেশটা করল শেষ।
বৃটিশ জাতির কদর্য রূপ, ছড়ায় দাঙ্গা দ্বেষ,
চোরাবালিপথে স্বাধীনতা ডোবে, আছে শুধু তার রেশ।
=================
শ্রীমতি বনবীথি ব্যানার্জী
শান্তিরাম রাস্তা
পোষ্ট - বালি
জেলা - হাওড়া
পিন - ৭১১২০১
Comments
Post a Comment