সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় গান-কবিতায় 'ধাম' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হরিদাস সরকার (বাংলাদেশ): জাতীয় সাংস্কৃতিকধারার ১৫৪ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় 'ধাম'-এর মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে শিল্পী-কবি বিমল সাহার জন্মদিন ও কাব্যগ্রন্থ 'ধাম'-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কবি কাজী রফিক। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি ছিলেন ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস, সাত্বিক মিশনের প্রতিষ্ঠাতা নির্ঝর চৌধুরী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাস। লেখা পাঠ ও গান পরিবশনে অংশ নেন কবি খান কাওসার কবির, তসলিম খাঁ প্রমুখ। দৈনিক পূর্বাভাস-এর প্রধান সম্পাদক আইয়ুব রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে তথ্যসম্মান জানানো হয়- সমাজসেবি মো: ফরিদ হোসেন, মো: কেরামত আলী, অধ্যক্ষ আশরাফ কামাল, শিক্ষানুরাগী মোস্তফা কামাল হুমায়ুন হিমু, শিক্ষাজন মো: আব্দুল কুদ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।