রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর বিদ্রোহী প্রেমের কবিতা: একটি গভীর বিশ্লেষণ বিচিত্র কুমার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নামটি উচ্চারণ করলেই বাংলা সাহিত্যের বিদ্রোহী সত্তা, প্রতিবাদী কণ্ঠস্বর এবং অগ্নিমূর্তি একযোগে সামনে আসে। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী কবি, যার কাব্যচেতনা প্রেমের চিরন্তন স্রোতে ও বিদ্রোহের অগ্নিগর্ভে মিশে গিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার কবিতাগুলোতে প্রেম আর প্রতিবাদের মধ্যে যে সামঞ্জস্য, তা বাংলা সাহিত্যে এক নতুন সংজ্ঞা এনে দিয়েছে। তার রচনাবলীতে, বিশেষ করে বিদ্রোহী প্রেমের কবিতায়, এই চেতনার গভীরতা অনন্য ও শিক্ষণীয়। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে আমরা প্রেমের কবি হিসেবে জানলেও, তার প্রেম নিছক কোনো নরম কোমল অনুভূতি ছিল না। তার প্রেম ছিল এক বিশাল বিদ্রোহের প্রতীক। এই বিদ্রোহ কেবল সমাজের বাঁধাধরা নিয়ম বা সামাজিক অবিচারের বিরুদ্ধে নয়, বরং প্রেমের শুদ্ধতাকে ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধেও। তিনি বারবার তার কবিতায় প্রেমকে এক শক্তি হিসেবে তুলে ধরেছেন—যা সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যেতে সক্ষম। এই বিদ্রোহী প্রেম বাংলা সাহিত্যে নতুন একটি পথ তৈরি করেছে, যেখানে প্রেম শুধ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।