বেহালার 'নিবেদন' পত্রিকার পঞ্চম বর্ষ নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান গত ১৭ আগস্ট ২০২৫ রবিবার বেহালায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো 'নিবেদন' ষাণ্মাসিক সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ, নবম সংখ্যা (জুলাই ২০২৫)। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম ভট্টাচার্য, অধ্যাপক অশোক চ্যাটার্জী, শ্রী অসিত পালিত, শ্রী তপন চক্রবর্তী, প্রখ্যাত সাহিত্যিক মৃত্যুঞ্জয় দেবনাথ ও জয়ন্ত সুকুল, প্রখ্যাত সেতারবাদক ও শিক্ষক শ্রী সপ্তর্ষি হাজরা, পত্রিকার প্রধান উপদেষ্টা শ্রী অপূর্ব কর্মকার ও সম্পাদক শ্রী সমর কৃষ্ণ মণ্ডল এবং পত্রিকার সঙ্গে যুক্ত সদস্যবৃন্দ সহ বহু সাহিত্য অনুরাগী ব্যক্তি। আলোচনা, গান, কবিতাপাঠ, আলাপচারিতা ও পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অতিবাহিত হয় পত্রিকার সভাপতি গৌতম ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আয়োজিত এই সংস্কৃতিক সন্ধ্যা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রী সপ্তর্ষি হাজরা মহাশয়। স্বাগত ভাষণ দেন শ্রী তপন চক্রবর্তী মহাশয়। তারপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। এরপর উপস্থিত সদস্যরা লিটিল ম্যাগাজিনের সমাজের সাম্প্রতিক অব...
।। ভ্রমণকাহিনি।। কংক্রিটের ঘেরাটোপে যন্ত্রচালিতের মত নির্বিকার দিনগত পাপক্ষয়। ব্যস্ততার দুরন্ত গতিতে একই কক্ষপথে নিরন্তর আবর্তমান গতানুগতিক প্রাত্যহিকতা। ছকেবাঁধা জীবনসংগ্রামের বৈচিত্র্যহীনতায় বিবর্ণ ভাবনায় গভীর অবসাদের দীর্ঘ ছায়াপাত। চেতনায় বেঁচে থাকার ঝিমমারা অনুভব। একঝলক টাটকা বাতাসের জন্য ক্লিষ্ট প্রাণের হাঁকুপাঁকু ব্যাকুলতা। তবু গড়িয়ে চলে জীবন। মনের রুদ্ধদুয়ারে ঠকঠক কড়াঘাত। কে গো তুমি? আমি গো আমি। ভিতরের বাউল-মানুষটা সাড়া দেয়। চলো গো ঘুরে আসি। কোথায়? আরে ওই যে যেখানে ---- যেখানে অচেনা আকাশ। অজানা পথ। অদেখা মানুষ। অননুভূত চারপাশ। যেখানে নিসর্গের কাব্যময়তায় প্রাণে জাগে আপনভােলা আবেগ। অনুভবে চুম্বন এঁকে যায় --- বেঁচে থাকার কতই না সুখ! ওই বাউল মানুষটাকে তখন বড় আপন মনে হয়। হাত বাড়িয়ে তার হাত ধরি। বলি, চলো গো তোমার সাথে ঘুরে আসি আবারো দূরে কোথাও, অনেক দূরে। আজো ওই বাউল-মানুষটাই ভরসা। ওর হাত ধরেই চার-দেওয়ালের বাইরে বেরিয়ে এই জগৎটাকে এখানেওখানে ছুঁয়েছুঁয়ে দেখি। এমনি ছুঁয়েদেখার যে অভিজ্ঞতার কথা এখন বলবো ---- তা' অনেকটাই পুরনো কিন্তু আমার কা...