'গন্ডার' রূপকের আস্তানা থেকে বেরিয়ে এসে ছুঁড়ে দেয় কিছু স্পষ্ট বাস্তব-ভিত্তিক প্রশ্ন আলাপন রায় চৌধুরী বর্তমান সময় এবং সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে বিখ্যাত ইউরোপীয় নাট্যকার ইউজিন ই ও নেস্কো রচিত কালজয়ী ও বহুমাত্রিক নাটক 'রাইনোসেরস'- এর ওপর ভিত্তি করে একটি বাংলা নাটক লিখেছেন শ্রী সুভাষ লংমার্চ। সেই স্ক্রিপ্টের ভিত্তিতে স্বয়ং সুভাষ বাবু র দ্বারাই নির্দেশিত নাটক 'গন্ডার'- এর বেশ কয়েকটি শো ইতিমধ্যেই কলকাতায় অনুষ্ঠিত হয়েছে ! ' রাইনোসেরস' যে আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক, এবং হয়তো আগের থেকেও বেশি প্রাসঙ্গিক, সেটাই মঞ্চে তাঁর নিজস্ব থিয়েটার গ্রুপ 'রামধনু'-র সদস্যদের অভিনয় পারদর্শীতার সাহায্যে দেখিয়েছেন নাট্যকার সুভাষবাবু। মূখ্য চরিত্রদের নজরকাড়া অভিনয় এবং সব চরিত্রদের মধ্যে সমন্বয় উল্লেখযোগ্য! এছাড়া নাটকের বিভিন্ন পদ্ধতির ব্যবহারও দর্শকের মনোযোগ মঞ্চেই আবদ্ধ রাখতে সক্ষমI বিখ্যাত জার্মান নাট্য-ব্যক্তিত্ব ব্রেখটের পন্থা অনুসরণ করে কিছু-কিছু দৃশ্যে দর্শক এবং চরিত্রদের মাঝের দূরত্ব...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।