অনুবাদ কাব্য মূল রচনা: "I Don't Need Anything from Here" By Laszlo Krasznahorkai আমার এখান থেকে কিছু চাওয়ার নেই শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী আমি এখানে সবকিছু রেখে যাবো...এই উপত্যকা, এই পাহাড়, এই আঁকাবাঁকা পথ, গাছের পাতার আড়ালে পাখির কিচিরমিচির...আমি এখানে রেখে যাবো স্বর্গের এবং পৃথিবীর; বসন্তের এবং হেমন্তের; সব নিয়ন্ত্রক ও ধর্মযাজকদের...আমি রেখে যাবো সব বহির্গমনের পথ, রন্ধন গৃহের সব সন্ধ্যা, কামার্ত দৃষ্টি আর শহরের কাঁপিয়ে দেওয়া যান্ত্রিকতা! গোধূলি যেভাবে নিবিড়ভাবে পৃথিবীকে আলিঙ্গন করে...পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ, আশা-আকাঙ্ক্ষা, মোহ, প্রশান্তি... সবকিছু আমি এখানে রেখে যাবো...আমার মনের মনিকোঠায় যারা থাকে; যা কিছু আমাকে স্পর্শ করে; যা কিছু আমাকে আঘাত করে; যা কিছু আমাকে মুগ্ধ করে আর যা কিছু আমার আত্মার উন্নয়ন ঘটায়; সবকিছুই আমি এখানে রেখে যাব...আমি রেখে যাবো সমস্ত সম্ভ্রান্ত,উপকারী এবং স্নিগ্ধ মানুষদের...আর সেই সাথে তাদেরও রেখে যাবো যারা পৈশাচিকভাবে সুন্দর! এখানে আমি রেখে যাবো তাদেরকে- যারা এখনো অঙ্কুরিত হয়নি; রেখে যাবো যাবতীয় জন্ম এবং অস্তিত্ব...পৃথিবীর সকল ম...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।