শুরু হল শব্দছকের এই নতুন বিভাগ। আপনারা প্রকাশিত ছকটির সমাধান পাঠান e-mail বা whatsapp-এ । সঠিক উত্তরদাতাদের নাম, ঠিকানা ও ছবি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এবং লটারির মাধ্যমে একজন সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। ই-মেল: nabapravatblog@gmail.com whatsapp: 9433393556 সমাধান পাঠানোর শেষ দিন: 10/12/2019 পাশাপাশি: ১। চিঠিপত্র ৪। প্রাপ্তি, মুনাফা ৬। সূতাকাটার ঘরোয়া যন্ত্র ৭। দুর্গা ৮। হার নয় ১১। বনস্পতি ১৩। ইনি লাভ করেছেন ১৫। রসাল ফলে অঙ্কুর, আবার শিল্পও ১৭। বংশকে কালিমালিপ্ত করেছে যে ১৯। হরিদ্রা উল্টে সাল ২১। ‘হায় চিল! সোনালী ডানার --‘ ২২। পালামৌ-স্রষ্টা চট্টোপাধ্যায় উপরনিচ: ১। আঠাল, আগড়া ২। সংক্ষিপ্ত কোষ্ঠী, জন্মপত্রিকা ৩। মিটমিট, ক্ষীণ ৪। তিব্বতি ধর্মগুরু ৫। বিভীষিকা ৯। ‘– নাক খপতা”, অনুতপ্ত ১০। ভাঙ্গা হাঁড়িকলসির টুকরো; অকিঞ্চিৎকর জিনিস ১২। হীরে ১৪। অলঙ্কারশাস্ত্র-নির্দিষ্ট হাস্য, করুণ ইত্যাদি রস ১৬। লোভ, স্পৃহা ১৮। বাংলার রং ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।