কাদের কিংবা কেদার সন্তোষ ঢালী ছোটখাটো ফর্সামতো হাফপ্যান্ট পরা হাসিখুশি যে লোকটা এসে সামনে দাঁড়াল , তার দিকে কিছুক্ষণ তাকিয়ে না থেকে পারা যাবে না। প্রথম দেখাতেই আকৃষ্ট করল সে। পরনে উদ্ভট হাফপ্যান্ট , সার্কাসের ক্লাউনের মতো গায়ে হাফহাতা রঙচঙা গেঞ্জি , মাথায় নেপালি টুপি , পায়ে দৃষ্টিকটূ রঙিন চপ্পল। এমনিতেই সবসময় খুব ঠান্ডা দার্জিলিঙে তার উপর শীতকাল। বোঝার উপর শাকের আটির মতো গুঁড়িগুঁড়ি বৃষ্টিও আছে। শীত খুব জাকিয়ে বসেছে। এই শীতে সামান্য এ পোশাকে বিস্মিত হওয়ারই কথা। কিম্ভূতকিমাকার পোশাক-পরিচ্ছদ। কোনোটার সাথে কোনোটারই কোনো মিল নেই। অসামঞ্জস্য। সাইজও এক একটা এক এক রকমের। প্রথম দেখাতেই যে কেউ একটু ভিড়মি খাবে এবং কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে। হোটেল বয়। তাকে অবশ্য বয় বলা চলে না , কারণ তার দাড়ি-গোঁফ গজিয়ে গেছে ; যদিও দাড়ি নেই , গোঁফ আছে। চার্লি চাপলিন মার্কা গোঁফ। দেখলেই হাসি পায়। বেশ চটপটে। ‘ ঘুম ’ । পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন। বৃষ্টিস্নাত দার্জিলিং। স্টেশন পাশ কাটিয়ে আমাদের জিপ এসে থামল হোটেলের সামনে। কাছেই। ‘ হোটেল মিল্কিওয়ে ’ । হর্ন শুনেই ছুটে এলো হোটেল বয়। ল্যাগেজগুলো নির্ধ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যের কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।