বেহালার 'নিবেদন' পত্রিকার পঞ্চম বর্ষ নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান গত ১৭ আগস্ট ২০২৫ রবিবার বেহালায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো 'নিবেদন' ষাণ্মাসিক সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ, নবম সংখ্যা (জুলাই ২০২৫)। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম ভট্টাচার্য, অধ্যাপক অশোক চ্যাটার্জী, শ্রী অসিত পালিত, শ্রী তপন চক্রবর্তী, প্রখ্যাত সাহিত্যিক মৃত্যুঞ্জয় দেবনাথ ও জয়ন্ত সুকুল, প্রখ্যাত সেতারবাদক ও শিক্ষক শ্রী সপ্তর্ষি হাজরা, পত্রিকার প্রধান উপদেষ্টা শ্রী অপূর্ব কর্মকার ও সম্পাদক শ্রী সমর কৃষ্ণ মণ্ডল এবং পত্রিকার সঙ্গে যুক্ত সদস্যবৃন্দ সহ বহু সাহিত্য অনুরাগী ব্যক্তি। আলোচনা, গান, কবিতাপাঠ, আলাপচারিতা ও পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অতিবাহিত হয় পত্রিকার সভাপতি গৌতম ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আয়োজিত এই সংস্কৃতিক সন্ধ্যা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রী সপ্তর্ষি হাজরা মহাশয়। স্বাগত ভাষণ দেন শ্রী তপন চক্রবর্তী মহাশয়। তারপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। এরপর উপস্থিত সদস্যরা লিটিল ম্যাগাজিনের সমাজের সাম্প্রতিক অব...
জাতিস্মর আশীষ কুমার বিশ্বাস গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু । তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম । কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি ! এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন । সে বাড়িতে কিছু ...