'নিবেদন' পত্রিকার নবম সংখ্যা (জুলাই ২০২৫) প্রকাশ অনুষ্ঠান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

'নিবেদন' পত্রিকার নবম সংখ্যা (জুলাই ২০২৫) প্রকাশ অনুষ্ঠান

'নিবেদন' পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

 বেহালার 'নিবেদন' পত্রিকার পঞ্চম বর্ষ নবম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান


গত ১৭ আগস্ট ২০২৫ রবিবার বেহালায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো  'নিবেদন' ষাণ্মাসিক সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ, নবম সংখ্যা (জুলাই ২০২৫)। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম ভট্টাচার্য, অধ্যাপক অশোক চ্যাটার্জী, শ্রী অসিত  পালিত, শ্রী তপন চক্রবর্তী, প্রখ্যাত সাহিত্যিক মৃত্যুঞ্জয় দেবনাথ ও জয়ন্ত সুকুল, প্রখ্যাত সেতারবাদক ও শিক্ষক শ্রী সপ্তর্ষি হাজরা, পত্রিকার প্রধান উপদেষ্টা শ্রী অপূর্ব কর্মকার ও সম্পাদক শ্রী সমর কৃষ্ণ মণ্ডল এবং  পত্রিকার সঙ্গে যুক্ত সদস্যবৃন্দ সহ বহু সাহিত্য অনুরাগী ব্যক্তি।


'নিবেদন' পত্রিকা প্রকাশ অনুষ্ঠান


আলোচনা, গান, কবিতাপাঠ, আলাপচারিতা  পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে অতিবাহিত হয় পত্রিকার সভাপতি গৌতম ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আয়োজিত এই সংস্কৃতিক সন্ধ্যা।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রী সপ্তর্ষি হাজরা মহাশয়। স্বাগত ভাষণ দেন শ্রী তপন চক্রবর্তী মহাশয়। তারপর পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। এরপর উপস্থিত সদস্যরা লিটিল ম্যাগাজিনের সমাজের সাম্প্রতিক অবস্থান সম্পর্কে নিজের নিজের বক্তব্য রাখেন। সোশ্যাল মিডিয়ার যুগে লিটিল ম্যাগাজিন বাঁচিয়ে রাখা কতটা যে কষ্টসাধ্য সে বিষয়ে আলোকপাত করেন শ্রী অসিত পালিত মহাশয়। এবারের 'নিবেদন' পত্রিকা মুদ্রিত হয়েছে নবপ্রভাত প্রকাশনীর সহযোগিতায়। প্রকাশনীকে সবাই ধন্যবাদ জানান সুন্দর প্রচ্ছদ এবং ঝকঝকে অক্ষরে ছাপার জন্য। নব প্রভাত  পত্রিকার  কর্ণধার   শ্রী  নিরাশাহরণ নস্কর মহাশয়ের  কথা উল্লেখ করেন সম্পাদক শ্রী সমরকৃষ্ণ মণ্ডল মহাশয়। সবশেষে সভাপতি মহাশয় এর বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 


======০০০======


নিবেদন পত্রিকা জুলাই ২০২৫ প্রচ্ছদ

নিবেদন-এর সার্বিক যোগাযোগের ঠিকানাঃ

 শ্রী সমরকৃষ্ণ মণ্ডল

৭০/১১, বামাচরণ রায় রোড, কলকাতা- ৭০০০৩৪

চলভাষ: ৯০৫১১৯২১৮০ (Whatsapp)

 শ্রী অপূর্ব কর্মকার

৭০বি/১, বামাচরণ রায় রোড, কলকাতা- ৭০০০৩৪

e-mail: iapurbakarmakar@gmail.com


No comments:

Post a Comment