দুটি কবিতা ।। তুষার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

দুটি কবিতা ।। তুষার

দুটি কবিতা ।। তুষার


ভারতবর্ষ

মাতৃভূমি


অশ্রুজলে সিক্ত তোমার রূপ,
মাটির গভীরে জাগে ইতিহাসের সঙ্গীত।
অদম্য এক পর্বতসদৃশ অহংকার,
যেখানে ক্ষণজন্মা সূর্যের নৈঃশব্দ্য শ্লোগান বাজে।

তুমি শুধু মাটি নয়, তুমি মনুষ্যত্বের ছায়া,
অপার্থিব শিকড়, যা ছিন্ন হতে চায় না কখনো।
ধ্বংসের মাঝেও তুমি অটুট, অম্লান এক শপথ,
রক্তমাখা কণ্ঠে তুমি উচ্চারিত মুক্তির স্তবক।

তোমার মাটির গন্ধে মিশে আছে বীরত্বের সুবাস,
যে সুবাসে শিহরিত হয় পাণ্ডুলিপির প্রতিটি পাতা।
অতীতের স্তম্ভ তোমার ভেঙে যায় না,
তুমি চিরস্থায়ী, তুমি অমর, তুমি মাতৃভূমি।

শোষিতের প্রতিরোধ, নির্মম যুদ্ধে সাহসের কীর্তি,
তোমার বুকেই জন্ম নেয় স্বাধীনতার লাল সূর্য।
তুমি এক মহাকাব্য, অশ্রুবিন্দুর পৃষ্ঠায় লেখা,
যে মহাকাব্যে আমি হারাই নিজেকে, পায় মুক্তির পথ।


=============


শোকের আকাশে আগুন

(উৎসর্গ: উত্তরার মাইলস্টোন স্কুলের শহিদ শিশু, শিক্ষক ও বীর পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।)


আকাশ ভেদে উড়ল পাখি,
বুকে তার ছিলো আগুন জমা।
শিশুদের হাসির উঠোনে এসে,
নেমে এল হাহাকার থমা।

উত্তরার স্কুল, বই-খাতার গন্ধ,
হঠাৎ কেঁপে উঠল সব কিছু।
চোখের সামনে আগুন-পাখি,
ভস্ম করে দিলো দিন রৌদ্রশুচি।

শিক্ষকের কণ্ঠ, শিশুর গান,
এক নিমিষে থেমে গেলো আজ।
চক্রাকারে ঘুরলো ধোঁয়া,
ভেঙে গেলো জীবনের সাজ।

পাঠশালায় যারা স্বপ্ন আঁকে,
তাদের চোখে আজ শুধু ছায়া।
রক্তে ভিজলো খাতা-কলম,
ব্যথা লিখে গেলো এক মায়া।

পাইলট ভাই, শেষ নিঃশ্বাসে
বাঁচাতে চেয়েছিলো কত প্রাণ,
কিন্তু ভাগ্য পুড়িয়ে দিলো—
তাকেই হলো দিতে বলিদান।

আজ কাঁদছে বই, কাঁদছে বেঞ্চ,
কালো পতাকা নড়ে বাতাসে।
সব বাংলাদেশ শোক-গহ্বরে,
আকাশ যেন থেমে গেছে শ্বাসে।

==========

No comments:

Post a Comment