দুটি কবিতা ।। সুমিতা চৌধুরী
স্বাধীনতার জয়গান
ধর্মের ধ্বজা সরিয়ে এসো একতায় জোট বাঁধি,
তেরঙ্গার ঐ তিনটি রঙে জীবনের ছবি আঁকি।
অশোকচক্রের গূঢ় অর্থ চেতনায় দিয়ে স্থান,
আরো একবার বলি গর্বে, "আমার ভারত মহান"।
শত সহস্র বীর শহীদের আত্মবলিদান,
না করে ব্যর্থ, এসো স্বাধীনতাকে দিই তার নিজ মান।
বিভেদ-বিদ্বেষের বীজে আপন ভূমিকে না করে বন্ধ্যা,
বন্দেমাতরম ধ্বনিতে ওড়াও ভারতের বিজয় তেরঙ্গা।
হানাহানির রক্তপাতে ভারত মা আজ রিক্ত,
আপন সন্তানদের স্ব-বিরোধিতায় নিত্য অশ্রু সিক্ত।
স্বাধীনতা আজ নিজভূমে বশংবদ, দ্বিচারিতার খোঁয়াড়ে,
বেআব্রু তার অন্তর-বাহির, ক্ষমতার দাঁত-নখের বহরে।
বৈষম্যকে মুছে দিয়ে এসো সাম্যের গাই গান,
বিবিধের মাঝে খুঁজি আবারও আমাদের মিলন মহান ।
বাঁচার সকল মৌলিক অধিকার সবে মিলে নিই বেঁটে,
ধনী-দরিদ্রের বৈষম্যের রেখা মানবিকতায় যাক মিটে।
ভারতের আকাশ উদ্ভাসিত হোক জ্ঞানের আলোর প্রকাশে,
এসো স্বাধীনতাকে আজ বরণ করি আপন অন্তরের বিকাশে।।
সুকান্ত ভট্টাচার্য
বছর একুশের এক ভীষণ সংক্ষিপ্ত অধ্যায়,
তাতেই তুমি জাগিয়েছিলে গণজাগরণ, বোধোদয়।
যাঁরা সর্বহারা, নিপীড়িত, বঞ্চিত এ সমাজের বুকে,
তোমার কবিতা সোচ্চারে শোনাত তাঁদের কথা, আপন বিবেকেরই ডাকে।
কলমের ধারে বেপর্দা করতে সব শোষণের শাসন আর ক্ষমতার বুলি,
তাই তো তুমি আজও গণমানুষের কবি, জনতা আজও চুমে তোমার চরণধূলি।
তোমার সৃষ্টি আজও আনে গণবিপ্লব, নিত্য জনজীবনে,
তোমার কলম লড়তে শেখায় অধিকারের লড়াই, সকল প্রান্তিক জনে।
মৃত্যুও তাই, শুধুই ছুঁতে পেরেছিল পার্থিব দেহই তোমার,
আজও রয়ে গেছে তোমার মৃত্যুহীন প্রাণ, সগর্বে, সদর্পে, অমর।
ছাড়পত্র দিয়ে গেছো সর্বস্তরে, তুমি সকল লড়াইকে জানিয়ে কুর্ণিশ,
তোমার সে বার্তা পৌঁছাতে জনমানসে, তোমার রাণার ছোটে আজও অহর্নিশ।।
---------------------------
Sumita Choudhury
Liluah, Howrah
No comments:
Post a Comment