যাবৎ বাঁচি তাবৎ শিখি
অশেষ মাজি
মাগো, পড়ার শিলেট্ ভেঙ্গেছি বলে
আমায় কত বকো, মার, ধরো,
আর শিক্ষা যখন ধূলায় গড়াগড়ি খায় ----
তাদের হিতকর সমাধান কেউ কী করতে পারো?
শিক্ষা ছাড়া সঠিক জ্ঞান লাভ করা কী যায়?
চির সুখী জীবন গড়া শিক্ষা ব্রাত্য রেখে নয়।
সুচরিত্র গঠিত হয় অর্জিত সুশিক্ষার ফলে ,
কর্মজীবন সফল হয় সঠিক শিক্ষা পেলে।
দেশের কাজে দশের বিপদে ঝাঁপিয়ে পড়ে যারা,
মনুষ্যত্ব, বিবেক, চেতনা শিক্ষায় দূরদর্শী তারা।
দেশ ও জাতির উন্নতি হয় সঠিক শিক্ষালোকে,
অবনতি, অবক্ষয়বানে ভাসে সবই শিক্ষা ব্যাতিরেখে।
তাই, দেশকে যদি গড়তে চাও শিক্ষার মর্যাদা দাও,
যোগ্য শিক্ষককে সসম্মানে উপযুক্ত চেয়ারে বসাও।
" মানুষ গড়ার কারিগর " সবে, শিক্ষক সমাজকে বলেন ;
ভবিষ্যতের সুনাগরিক তাঁরাই অতি যত্নে গড়ে তোলেন।
তাই, সবাই মিলে শিক্ষার দীপ্ত আলো জ্বালাও দিকে দিকে,
জীবন আঁধার মুছুক,"যাবৎ বাঁচি তাবৎ শিখি" মনে রেখে।
No comments:
Post a Comment