কবিতা যাবৎ বাঁচি তাবৎ শিখি ।। অশেষ মাজি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

কবিতা যাবৎ বাঁচি তাবৎ শিখি ।। অশেষ মাজি



যাবৎ বাঁচি তাবৎ শিখি

অশেষ  মাজি 


মাগো, পড়ার শিলেট্ ভেঙ্গেছি বলে 
         আমায় কত বকো, মার, ধরো,
আর শিক্ষা যখন ধূলায় গড়াগড়ি খায় ----
তাদের হিতকর  সমাধান কেউ কী করতে পারো?

 শিক্ষা ছাড়া সঠিক জ্ঞান লাভ করা কী যায়?
   চির সুখী জীবন গড়া শিক্ষা ব্রাত‍্য রেখে নয়।
 সুচরিত্র গঠিত হয় অর্জিত সুশিক্ষার ফলে ,
কর্মজীবন সফল হয় সঠিক শিক্ষা  পেলে।
দেশের কাজে দশের বিপদে ঝাঁপিয়ে পড়ে যারা,
মনুষ্যত্ব, বিবেক, চেতনা শিক্ষায় দূরদর্শী  তারা। 
দেশ ও জাতির উন্নতি হয় সঠিক  শিক্ষালোকে,
অবনতি, অবক্ষয়বানে ভাসে সবই শিক্ষা ব‍্যাতিরেখে।
তাই, দেশকে যদি গড়তে চাও শিক্ষার মর্যাদা  দাও,
যোগ্য শিক্ষককে সসম্মানে উপযুক্ত চেয়ারে বসাও।
" মানুষ গড়ার কারিগর " সবে, শিক্ষক সমাজকে বলেন ;
ভবিষ্যতের সুনাগরিক তাঁরাই অতি যত্নে  গড়ে  তোলেন।
 তাই, সবাই মিলে শিক্ষার দীপ্ত আলো জ্বালাও দিকে দিকে,
জীবন আঁধার মুছুক,"যাবৎ বাঁচি তাবৎ শিখি" মনে রেখে।

No comments:

Post a Comment