শপথ
বদ্রীনাথ পাল
লিখবো বলে ছড়া, একটা মিঠে কড়া-
ঘটলো কি যে ভাই, বলছি এবার তাই।
যতো আখর গুলো, ছিটিয়ে চোখে ধুলো-
হলো পগার পার, দেয়নি দেখা আর !
যতি চিহ্ন যতো, খাইয়ে থতমত-
বাপ্ রে ওরে বাপ্, সেকি ওদের লাফ !
ছন্দ মাত্রা তাল, টিপে আমার গাল-
ছুটিয়ে কলরব, পালিয়ে গলো সব !
শব্দ বাক্য শেষে, চললো নিরুদ্দেশে-
তখন আমার কাছে, কি আর করার আছে ?
বসে একা ঘরে, বলি শপথ করে-
হোক্ না মিঠে কড়া- লিখবো না আর ছড়া !
================
বদ্রীনাথ পাল
বাবিরডি, পোঃ-গৌরাঙ্গডি, জেঃ-পুরুলিয়া
No comments:
Post a Comment