স্বপ্নে অবগাহন ।। রূপক মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

স্বপ্নে অবগাহন ।। রূপক মৃধা

বিষাদ


স্বপ্নে অবগাহন

রূপক মৃধা   


ভালোবাসার অন্তরীপে দাঁড়িয়ে দু-কুলের পরিহাস,
পরিব্রাজকের মতো ঘুরে প্রাপ্তি—শুধুই তো উপহাস;
শ্রান্ত পথের মায়ায়, শান্তির অবচেতন,
কালের দহন জ্বালায়, সম্বল কেবলই ক্রন্দন!


জংলী কোনো যুথিকার সুবাসে টলমল
মক্ষিকার পাগলামি, আমি একাকী বিহ্বল!
বৃষ্টিবিলাসী কেকা, কাতরতা তার অপেক্ষায়,
ঘুমভাঙানিয়ার নিবিড় আমর্শ আপামর তরুলতায়।

পথে সন্ধ্যে নামার আগে, কি জানি কি হয় এ সময়,
দেহাতি মানুষ, জীবনচরিত—কবিতার অব্যয়।
শান্ত নীড়, কৃষ্ণ ক্লান্ত কলেবর,
প্রশ্ন? অস্তিত্ব নিরাকার |

=================
রূপক মৃধা
সোনারপুর

No comments:

Post a Comment