১) কিশোর কবি
তপন মাইতি
পরাধীন ভারতে একুশ বছর জানে
পূর্বাভাসে গাঢ় হরতালের ছবি
পুবাকাশে আগামীর ছাড়পত্র প্রাণে
বাস্তবতা লিখছেন বসে কিশোর কবি।
ঘুম নেই কারোর দিবারাত্র চোখের পাতায়
অবজ্ঞা বঞ্চনা অত্যাচারের দিনে
প্রতিবাদের অক্ষর লিখছেন লেখার খাতায়
কায়েম পরিশ্রমে মূল্যবোধের ঋণে।
বেগার খাটে চাষী মজুর মুটে কুলি
নিজের দেশে জবরদস্তি হয় বেমালুম
পরাধীনের মুখে কি আর ফোটে বুলি
যখন চলে জবরদখল শোষণ জুলুম?
দিন বদলের স্বপ্ন ছিল লেখার ভাষায়
সাম্যবাদের কথা ছিল প্রতিবাদে
পরিবর্তনের অঙ্গীকার গভীর আশায়
মহামারী ঢুকল যেন নীল আবাদে।
ক্ষুধার রাজ্যে রুটি তখন সবার প্রিয়
দেশলাই কাটি জ্বলবে যখন শরীর জুড়ে
কিশোর কবির মন্ত্র তখন একটু নিও
হৃদয় জুড়ে স্বস্তি দেখি স্বাধীন সুরে।
২)স্বাধীনতা
তপন মাইতি
পরাধীনের গ্লানি নিয়ে খাঁচায় বন্দি পাখি
শৃঙ্খল ভেঙে উড়বে কবে খুলবে কবে আঁখি?
গা গতরে খেটে মানুষ পায় না ঘামের মূল্য
দাঁড়িপাল্লায় অসম টান দণ্ডে সমতুল্য?
'আমি যদি স্বাধীন হতাম...অনেক ভালো হত
স্বপ্ন দিয়ে ঢেকে দিতাম পরাধীনের ক্ষত!
কবে পাব স্বাধীনতা নিজের স্বাধীন দেশে?
খাঁচা বন্দি পরাণ পাখি বলছে মনের ক্লেশে...
মুক্ত চিন্তা নিয়ে লড়লে স্বাধীনতা আসে
শহীদ বেদীর ওই পতাকা আবেগে মন ভাসে।
==============
তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪ পরগণা; পিন-743383; পশ্চিমবঙ্গ।
No comments:
Post a Comment