কবিতা
-----------
স্বপ্নের ভারত
সৌমিত্র মজুমদার
স্বাধীন তো আজ অনেকদিনই
আমরা ভারতবাসী,
স্বপ্নে ঘেরা এ দেশ আমার
তাকেই ভালোবাসি ;
শহীদ যেসব বিপ্লবীরা
শ্রদ্ধা তাঁদের প্রতি --
দেশ বেঁচেছে তাঁদের ত্যাগেই
তাঁরাই হীরে, মতি !
আমরা কেবল করছি যে ভোগ
যাবত স্বাধীনতা,
করতে হবে পণ আমাদের
মুছবো মলিনতা ;
হিংসা, বিবাদ দূর করবোই
থাকবো বেঁধে বেঁধে --
দুঃখ ব্যথা যন্ত্রণা নয়
উঠবো না কেউ কেঁদে !
হাতটি ধরে এ ওর সাথে
গাইবো সাম্য-গান
কখনো না যাইনা ভুলে
যেন দেশের টান,
দেশ আমাদের মাতৃভূমি
দেশের জলে, আলোয় --
বাকি জীবন কাটাই যেন
ভীষণ সুখে, ভালোয়।
==============
সৌমিত্র মজুমদার
পূর্বাচল পল্লি, রহড়া,
উত্তর ২৪ পরগণা,
কলকাতা -- ৭০০ ১১৮
No comments:
Post a Comment