দুটি কবিতা ।। শোভন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

দুটি কবিতা ।। শোভন মণ্ডল

দুটি কবিতা ।। শোভন মণ্ডল



শীতঘুম


 সাপের গর্ত কোথায় আছে?
কোথায় মাথা গুঁজে শীতঘুমে যায় সরীসৃপ?
জানো এই সব?
শরীর শীতল হওয়ার আগে এসব জানা দরকার
চামড়া খুলে খুলে পড়ার আগে জেনে নিতে হবে সেই সব সুলুকসন্ধান
 
তারপর সেই সব গর্তে আশ্রয় নিক মানুষ
 শীতঘুমে যাক  সমগ্র সভ্যতা

  


lovers after break up


 এইটুকু


একটা রোমহর্ষক সোহাগের পর

আমরা ধুয়ে ফেলছি থুতু আর দাগের আলপনা
চুলের ভাঁজগুলো বিছিয়ে নিয়েছি আগের মতো
তারপর ক্রমশ ফ্যাকাসে হয়ে যাবে এই সব দৃশ্য
বাড়ি ফিরে যে-যার মতো বাজারের থলে নিয়ে বেরব
অথবা অঙ্ক শেখাতে বসব মেয়েকে


 ============

Sovan Mondal 
Kunjamoni Apt.
Policepara , Panchpota 
Garia
Kol-152

No comments:

Post a Comment