রেডিও অ্যাকটিভ সঙ্গমের ধারাপাত ও ঋচীক দ্রাব্যতার পয়জন ।। নিমাই জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

রেডিও অ্যাকটিভ সঙ্গমের ধারাপাত ও ঋচীক দ্রাব্যতার পয়জন ।। নিমাই জানা

উচ্ছ্বাস

রেডিও অ্যাকটিভ সঙ্গমের ধারাপাত ও ঋচীক দ্রাব্যতার পয়জন 

নিমাই জানা 


৫০০ বর্গফুট ও মেগা টেসলার রেডিওঅ্যাক্টিভ রে থার্মোম্যাগনেটিক কয়েল, ইউরেনাস মাটির মতো উর্বর ছড়ানো মাথার খুলি তপ্ত লুসি ফেরার নখ তীব্র ভ্রু প্লাক থেকে গড়িয়ে আসছে হার্ট অ্যাটাকের নিয়মতান্ত্রিক সমানুপাতিক রক্তের চাকা, এতো বিষাক্ত তুলো রাখা আছে সাদা কৌটার ভেতর অবিনশ্বর জমদগ্নি তৈলাক্ত অজগরের আঁশ, ট্রুথ ফুল রাজহাঁস, রাত্রিকালীন বিষাক্ত চামড়া উদ্ভিদবিহীন সমাঙ্গদেহী কেঁচোরা উৎপাত করছে মায়াবী ভক্ষণ শেষে, একটি দর্শন শাস্ত্রের লালা আত্মা বুদ্ধ জেলাসী ট্রাই সেমিস্টার যুবতীদের রক্তস্রাব ঘেঁটে দিচ্ছে মায়াবী দুর্গন্ধ রক্ত, বিবস্বান সম্প্রদায়ের বহুমাত্রিক ঠ্যাং, লাল বিগ ব্যাং এর তুলো উড়ছে জানলা দিয়ে সারারাত অজগরের দেহাংশ বিনিময় করি আমি, শরীর থেকে মোস্ট ক্রুশিয়াল পার্টিকেল বিদগ্ধ রাক্ষসের জন্ম, হারামের মতো কার্পেট ভেদ করে বেরিয়ে অসংখ্য পায়ুদ্বার বিশিষ্ট রাতের পিশাচিনী নীলাভূষণ তন্ত্রের নক্ষত্র কুচু কুচু করে খাচ্ছে রেডিয়াম নারী মাংসের হাড়, ডিউলেক্স মৃত্যুর তৃতীয় বুদ্ধি যজ্ঞের স্বর্ণ লেখিকা বলছে তিন পেগ মায়াবী আলোকবর্ষের ভূম যক্ষের ৩৫ জোড়া দাগ ৩০০ মিলিগ্রামের ডেরিফাইলিন চর্যাপদ, বুটাক্লোর খেতে খেতে নৈশ অভিযানে প্রি কোডিং আত্মার প্রসেসিং করছে যকৃত ব্যবসায়ী , 
হে পাপ ঋচীক অপ্সরার দেহ থেকে মরু রস বের করে জঘন্য সম্ভোগের অস্ত্রোপ্রচার শেখাও, এক্স এক্স হাবে সিলিকন ডল নাচছে 

==============

নিমাই জানা 
রুইনান, সবং, পশ্চিম মেদিনীপুর, ৭২১১৪৪



No comments:

Post a Comment