প্রতিবেশী
মাথুর দাস
প্রতিবেশীর প্রতি বাঁশ অতি ক্ষতিকর,
তার প্রতি গর্জাক আজ প্রতি স্বর ।
সমাজ পাড়া দেশ কিম্বা বিদেশ
সর্বত্র একই ছবি, ক্ষুণ্ণ প্রতিবেশ ।
প্রেম প্রীতি সৌহার্দ্য আজকে হাপিস,
স্বার্থ ঈর্ষা আস্ফালন ঢালে শুধু বিষ ।
সাবেক পড়োশি পাওয়া এত সোজা নয় ।
******************************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
******************************
No comments:
Post a Comment