স্বাধীনতা সংগ্রামের কিছু অচর্চিত কাহিনি ।। প্রণব কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

স্বাধীনতা সংগ্রামের কিছু অচর্চিত কাহিনি ।। প্রণব কুমার চক্রবর্তী

রানী গাইডিনলিউ
রানী গাইডিনলিউ

স্বাধীনতা সংগ্রামের কিছু অচর্চিত কাহিনি 

প্রণব কুমার চক্রবর্তী


          ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু কিছু পরিচিত মুখ আর ঘটনার সমষ্টি নয় । এর গভীরে লুকিয়ে আছে অজস্র গল্প, অগণিত মানুষের আত্মত্যাগ, এবং ছোট বড় অসংখ্য বিদ্রোহের কাহিনী । সংক্ষেপে এই বিশাল সংগ্রামকে তুলে ধরা কঠিন । তবে, চেষ্টা করে কিছু দিক নিয়ে আজ আলোচনা করা যাক ।
          আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ব্যক্তিত্ব বলতে সাধারণত মঙ্গল পান্ডে, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিদের কথা এবং তাদের লড়াইয়ের কথা বলে থাকি । কিন্তু, এই সংগ্রামের পটভূমি রচিত হয়েছিল আরো বহু বহু আগে - যেখানে স্থানীয় কৃষক উপজাতি এবং সাধারণ মানুষের বিদ্রোহ ছিল এর প্রথম বীজ । ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ আন্দোলনকে প্রায়সই আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রথম লড়াই হিসাবে বলা হয়ে থাকে । তবে এর আগেও আমাদের দেশে  ফরাসি এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল । সাঁওতাল বিদ্রোহ (১৮৫৫ - ৫৬ সাল),  সন্ন্যাসী বিদ্রোহ (১৭৭০ - ১৮০০ সাল), ফরাজি আন্দোলন (১৮১৮ - প্রমাণ করে যে, বিদেশী শাসনের বিরুদ্ধে ক্ষোভ অনেক আগে থেকেই দানা বেঁধেছিল । এই বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল মূলত কৃষিভিত্তিক সমাজে, যেখানে ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি, জঙ্গল আইন এবং অর্থনৈতিক শোষণ বাধ্য করেছিল মানুষকে প্রতিবাদে যেতে ।
          আমরা যে স্বাধীনতার আন্দোলনের ইতিহাস পড়ি, তাতে নারী এবং দলিতদের ভূমিকা প্রায়শই উপেক্ষিত থেকে গেছে । রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর মত অসংখ্য নারী নিরবে সংগ্রাম করে গেছেন । প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, বিনা দাস, কমলা দাশগুপ্তের মত নারীরা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন । গ্রাম বাংলার সাধারণ নারীরা বিপ্লবীদের আশ্রয় দিয়ে, তাদের অস্ত্র যোগান দিয়ে, চরকা কেটে বিদেশী পণ্য বর্জন করে এবং আন্দোলনে অর্থ সংগ্রহ করে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । যদিও তাদের অধিকারের প্রস্তুতি অনেক সময় স্বাধীনতা সংগ্রাম থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল । তারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে তাদের সাধিকার উদ্দেশ্যে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন । ডক্টর বি আর আম্বেদকর দলিতদের অধিকার আদায়ের পাশাপাশি ভারতের স্বাধীনতা কিভাবে যে ভূমিকা রেখেছিলেন, তা ইতিহাসের চিরস্মরণীয় ।
         অনেক সময় আমরা শুধু অহিংস আন্দোলনকেই স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি হিসেবে দেখি । তবে, সশস্ত্র বিপ্লবীরা যেমন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, রাসবিহারী বসুর মতো নেতারা নিজেদের জীবন উৎসর্গ করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন । তাদের এই আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রাম এক অন্য মাত্রা যোগ করেছিল।  তাঁদের  আত্মত্যাগ বহু যুবককে উদ্বুদ্ধ করেছিল । এদের কর্মকাণ্ড হয়তো মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের পরিপন্থী ছিল, কিন্তু দেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান কোন অংশে কম ছিলনা ।
          উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি গোষ্ঠীও ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল । রানী গাইডিনলিউয়ের মত নেত্রীরা নাগাল্যান্ডে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে মনিপুর এবং নাগাল্যান্ডে সশস্ত্র সংগ্রাম চালিয়েছিলেন । তাদের এই সংগ্রাম ভারতের মূল ভূখণ্ডের সংগ্রাম থেকে ভৌগোলিকভাবে দূরে থাকলেও, এটি বৃহত্তর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল । 
          স্বাধীনতা সংগ্রাম ছিল বহু ধারা, বহু মত ও বহু পথের একটা মিলিত প্রয়াস । এই অব্যক্ত ইতিহাসগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, স্বাধীনতা শুধু কিছু ক্ষমতাশালী নেতার দান ছিল না । বরং, স্বাধীনতা ছিল দেশের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত স্বপ্ন, সংগ্রাম ও আত্মত্যাগের মিলিত ফল । এই অপ্রকাশিত ছোট ছোট সংগ্রাম এবং লড়াইয়ের কাহিনীগুলো, আমাদের নিজেদের ইতিহাসকে আরো গভীরভাবে উপলব্ধি করতে যেমন সাহায্য করবে , তেমনই আরো বর্ণময় করে তুলবে ।   

========================

প্রণব কুমার চক্রবর্তী 
 ৩৭)১, স্বামী শিবানন্দ রোড 
চৌধুরী পাড়া 
বারাসত 
কলকাতা - ৭০০১২৪



No comments:

Post a Comment