আমার দেশ
বিপ্লব নসিপুরী
দেশের মাঝে দ্বেষের বুলি
কুড়াচ্ছে হাততালি
ভিন্ন খাবার ভিন্ন পোশাক
কলমে একই রঙের কালি।
স্বাধীনতার সত্তর পার
এখনও রয়েছে শিশু
সীমারেখা কাঁটাতারে
ভূমিষ্ট নব নব ইস্যু।
পৃথিবীর গতি আনে ফিরে
স্বাধীনতার দিন
পতাকা ওড়ে নাচ গানে
গভীরে দুখের মীন।
তারপরে সেই একইরকম
ছেঁড়া কাঁথার টান
ট্রাম হারায় বুলেট ছোটে
ওষ্ঠাগত প্রাণ।
রঙের মিছিল পথমাঝে
পথের ধারে চোখ
খাবার সুবাস বাতাস আনে
শরীর করে ভোগ।
ভোগের শরীর রোগের ডিপো
টাকা খোলামকুচি
কত মানুষ পায় না সেবা
পেটে পড়ে কাঁচি।
প্রাকৃতিক শোভায় ঘেরা এ দেশ
ভাস্কর্য নাচায় চোখ
প্রতিবেশীরা মিত্রতা ভুলে
শত্রুপক্ষে দেয় যোগ।
রঙিন মানচিত্রের শিরে
অস্ত্রোপচারের ছাপ
ধূসর বাস্তবতা মাথা ব্যথা
হিমসাগর কমায় উত্তাপ।
==============
No comments:
Post a Comment