জ্যোৎস্নাপ্রপাতের পরবর্তী সময়ে ।। অর্ণব সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

জ্যোৎস্নাপ্রপাতের পরবর্তী সময়ে ।। অর্ণব সামন্ত

রাতের আকাশ

জ্যোৎস্নাপ্রপাতের পরবর্তী সময়ে

অর্ণব সামন্ত 


জ্যোৎস্না সাজিয়ে রাখো থরে থরে 
হে দীর্ঘ নিঃশ্বাস মুহুর্মুহু মৃত্যু ও জীবন ডেকে আনো 
উদ্যত দম্ভকে গ্রহণ করো মারিয়ানা খাতে 
ঘুমন্ত পাললিককে করে যাও এভারেস্ট 
চানঘাটে উপচে আসে স্বর্ণচাঁপা সুগন্ধি 
সুর সৌরভ বিনিময় হতে হতে এককের গানে 
ঝঙ্কৃত হতে হতে দৌড়ায় ঠোঁট বুক স্নায়ু অনাহত 
নৈঃশব্দের বুকে জেগে থাকে টুকরো কথা নক্ষত্রের মতন 
ব্ল্যাকহোলের আলো আদর জড়ায় স্নায়ু কোষে ভ্রুণে 
নতুনতর প্রসবের দ্যূতি ভিড় জমায় নয়নে নয়নে ... !

                                                                           
*****************


ARNAB SAMANTA 
Gorkhara, Langalpara 
Near Milan Sangha Club Field ( East Side)
P.O. + P.S. -- SONARPUR
SOUTH 24 Pgs 
Pin - 700150 















No comments:

Post a Comment