অণুগল্প
দোষ
আশরাফুল মণ্ডল
মদন বাউড়ি কলকাতায় এসেছিল ছাদ ঢালাইয়ের কাজে। হরিণঘাটার লোক। গায়ের রং কালো। মুখে দাড়ির রেখা। চোখে সরলতা।
সেদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পর জানা গেল তার মালিকের ছেলের নাকি দামি মোবাইল হারিয়েছে। পুলিশ এল। সব লেবারকে এক লাইনে দাঁড় করানো হল।
একজন বলল, "ওই কালো ছেলেটা নতুন এসেছে না? ওর ব্যাগটা খোলো।"
মদনের ব্যাগে মোবাইল পাওয়া গেল না।
তবু তাকে নিয়ে যাওয়া হল থানায়। জামিন হল না।
"ক্লাস ফোর ড্রপআউট। জাত বাউড়ি। ঠিকানা নেই" - এসব কারণ দেখিয়ে তাকে ভবিষ্যতের চোর হিসেবে রেখে দেওয়া হল আট দিন।
জেল থেকে ছাড়ার পর সে বাড়ি ফিরল। মা বলল —
"তোর দোষ কী রে বাপ্? তু কী করেছিলি?"
মদন বিড়বিড় করে বলল -
"আমার দোষ আমি নিচুজাত। গরীব। অশিক্ষিত। আর আমার গায়ের রং কালো।"
==================
ASRAFUL MANDAL
"BIDISHA", 4/17 CHANDIDAS AVENUE, B-ZONE, DURGAPUR, PASCHIM BARDHAMAN - 713205,
একজন বলল, "ওই কালো ছেলেটা নতুন এসেছে না? ওর ব্যাগটা খোলো।"
মদনের ব্যাগে মোবাইল পাওয়া গেল না।
তবু তাকে নিয়ে যাওয়া হল থানায়। জামিন হল না।
"ক্লাস ফোর ড্রপআউট। জাত বাউড়ি। ঠিকানা নেই" - এসব কারণ দেখিয়ে তাকে ভবিষ্যতের চোর হিসেবে রেখে দেওয়া হল আট দিন।
জেল থেকে ছাড়ার পর সে বাড়ি ফিরল। মা বলল —
"তোর দোষ কী রে বাপ্? তু কী করেছিলি?"
মদন বিড়বিড় করে বলল -
"আমার দোষ আমি নিচুজাত। গরীব। অশিক্ষিত। আর আমার গায়ের রং কালো।"
==================
ASRAFUL MANDAL
"BIDISHA", 4/17 CHANDIDAS AVENUE, B-ZONE, DURGAPUR, PASCHIM BARDHAMAN - 713205,
No comments:
Post a Comment