অঞ্জনা গোড়িয়া সাউ
সবাই বলে স্বাধীন আমরা, স্বাধীন আমার দেশ,
বুঝি না কিছু, কিসে স্বাধীন মানুষে মানুষে বিদ্বেষ।
ইতিহাস বলে, হয়েছি স্বাধীন ৪৭ এর আগষ্ট মাসে।
বুঝি না সত্যি,কী আছে লেখা স্বাধীনতার ইতিহাসে?
প্রতিদিন ওঠে নতুন সূর্য রাঙা হয়ে ধরনী তলে,
শিশুর হাসি,নারীর সম্মান তবু শোষকের পদতলে।
প্রতিদিনই পাখি গেহে ওঠে গান মুখরিত আসমান।
লড়েছিল যারা স্বাধীনতা চাই, আজও যারা অম্লান।
যারা তিলে তিলে গড়ে ছিল ভারত, নিজের আত্মত্যাগে,
আজও তারা,পেল না যোগ্য সম্মান, স্বাধীন ভারতে।
আজও দেখি লড়ছে নারী, পথে ঘাটে ট্রামে বাসে,
আজও নারী প্রতিনিয়ত লুন্ঠিত, পুরুষের সন্ত্রাসে।
আজও নারী অত্যাচারিত শোষিত প্রতিরাতে।
এসো সবাই করি সংগ্রাম,ধরি হাত একসাথে ।
বুঝি না কিছু স্বাধীনতা কী,এই কি স্বাধীনতা?
চলছে লড়াই আজও খুঁজি, কোথায় মানবতা?
No comments:
Post a Comment