পণ্য আমরা দু'জনই ।। দিলীপ কুমার দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

পণ্য আমরা দু'জনই ।। দিলীপ কুমার দাস

আরোগ্য

পণ্য আমরা দু'জনই

দিলীপ কুমার দাস


সম্প্রতি হেলথ চেক-আপে ধরা পড়ল
দু'টো কিডনিতেই সমস্যা,
কোলনে সিস্ট ।
তবু গল্প - এ বয়সে এসব হয় ।

তারপরও রবীন্দ্রনাথ থাকলে বলতেন—
'মরণরে তুহুঁ মম শ্যাম সমান'।

আমি বলি —
সবটাই দস্যিপনা, জলেপড়ে গঙ্গাস্নান,
অল্পবিস্তর যমের দুয়ারে দিয়ে কাঁটা
বেঁচে থাকা প্রাণের দায়ে । নেশার মৌতাতে ।

এতটা—
কবিও পারেননি ছুঁতে নিজের কৈফিয়তে
জীবনের পরীক্ষার খাতায় ।

আমি তবু এখনও —
কিছু মানুষের পণ্য আরোগ্যশালায় ।
কবিও তেমনি মৃত্যুর এতদিন পরেও তার
এত এত বছরের শেষেও,
ইন্ডাস্ট্রির প্রমোশন সত্য-মিথ্যা আলাপচারিতায় ।

পণ্য আমরা দু'জনই দু'দলের কাছে 
কেনাকাটার ঘটা যখন আজও আছে
খই-দুধ-চিঁড়ের মর্জিতে ।     

=============

দিলীপ কুমার দাস
ডি - 83 , লীলা মজুমদার পথ
সেক্টর - 2A , বিধাননগর
দুর্গাপুর - 713212




No comments:

Post a Comment