দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল
১. শব্দ
শব্দের কাছে নতজানু হয়েছি
কারণ, শব্দ বলতে শেখায়
আর নিঃশব্দ শেখায় বুঝতে।।
২. জঞ্জাল
কোনো কিছুই পরিস্কার নেই আর
অপরিস্কার অপরিচ্ছন্নতার আধারে
যত রোগ ব্যাধি ঘিরে ধরে আমাদের
পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকলে
মন খুঁতখুঁত করে বড়
সত্যি বলছি
পৃথিবীর জঞ্জাল সাফ করতে পারলেও
মনের জঞ্জাল সাফ করা কঠিন হয়ে যায়।।
=================
রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১
No comments:
Post a Comment