আমাদের নজরুল
কার্ত্তিক মণ্ডল
যাঁর কথাতে রক্ত রোষে, যাঁর স্রোত কুলকুল
এপার ওপার দু'পারে সৌরভ,গৌরবে তুলতুল।
মাঠ প্রান্তর রাঙা অন্তর ক্রান্তির ভীমরুল
সেতো মোদের ছায়া রোদের পথিকৃৎ নজরুল ।
যাঁর বাঁশিতে দুখ হাসিতে দেশ মা'র গান শুনি
রুদ্র বীনার ছেঁড়া তারেও সুর হয় কানাকানি।
ভালোবাসার কাঁদা হাসার সান্ত্বনা বুলবুল
সেতো মোদের পাওনা শোধের অগ্রদূত নজরুল ।
চুরুলিয়া গ্রাম আমিনার প্রাণ ফকির আহমেদ কাজী
সাগর পাহাড় যত ভাঙে অবিরত পার হতে ধরে বাজী
মাতৃ এ ভূমি অবনতে চুমি ছাড়বে না এক চুল
সেতো আমাদের মুক্তি বোধের বিদ্রোহী নজরুল ।
জাতের নামে বজ্জাতিতে কুঠারাঘাত বারবার
মসীর ঘায়ে ডাঁয়ে বাঁয়ে খানখান চুরমার
দোলনচাঁপা বিষের বাঁশি ভাঙা গড়া দুই কুল
চির স্মরনীয় প্রিয় বরণীয় উদারতা নজরুল ।
/------------------------------/
No comments:
Post a Comment