আমাদের নজরুল ।। কার্ত্তিক‌ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

আমাদের নজরুল ।। কার্ত্তিক‌ মণ্ডল

নজরুল ইসলাম আউট লাইন ড্র

আমাদের নজরুল

কার্ত্তিক‌ মণ্ডল


যাঁর কথাতে রক্ত রোষে, যাঁর স্রোত কুলকুল
এপার ওপার দু'পারে সৌরভ,গৌরবে তুলতুল। 
মাঠ প্রান্তর রাঙা অন্তর ক্রান্তির ভীমরুল
সেতো মোদের ছায়া রোদের পথিকৃৎ নজরুল ।

যাঁর বাঁশিতে দুখ হাসিতে দেশ মা'র গান শুনি
রুদ্র বীনার ছেঁড়া তারেও সুর হয় কানাকানি। 
ভালোবাসার কাঁদা হাসার সান্ত্বনা বুলবুল
সেতো মোদের পাওনা শোধের অগ্রদূত নজরুল ।

চুরুলিয়া গ্রাম আমিনার প্রাণ ফকির আহমেদ কাজী
সাগর পাহাড় যত ভাঙে অবিরত পার হতে ধরে বাজী
মাতৃ এ ভূমি অবনতে চুমি ছাড়বে না এক চুল
সেতো আমাদের মুক্তি বোধের বিদ্রোহী নজরুল ।

জাতের নামে বজ্জাতিতে কুঠারাঘাত বারবার
মসীর ঘায়ে ডাঁয়ে বাঁয়ে খানখান চুরমার
দোলনচাঁপা বিষের বাঁশি ভাঙা গড়া দুই কুল
চির স্মরনীয় প্রিয় বরণীয় উদারতা নজরুল ।

/------------------------------/

No comments:

Post a Comment