ভারতমাতার বীর সন্তান
আশীষ কুমার চক্রবর্তী
সিঁথির সিঁদুর যার মুছে গেল সেই বিধবার কান্না
অনুভব মোরা করিতে পারি না তাদের যন্ত্রণা।
দেখেছি আমরা পুত্রহারা মায়ের চোখের জল
মোছাতে পারিনি কাছেতে যাইনি মনেতে পাইনি বল।
বাবা ফিরে আর আসিবে না ঘরে শিশুটি নাহি জানে
সে কি হারালো ভাবিনাতো মোরা দুঃখ জাগে না প্রাণে।
ভারতমাতার বীর সন্তান হে জওয়ান সেনাবাহিনী
মোরা কভু যেন ভুলে নাহি যাই তোমাদের সব কাহিনী।
উৎসর্গ করেছ তোমরা জননীর তরে প্রাণ
মৃত্যুঞ্জয়ী, হবে না তো বৃথা তোমাদের বলিদান।
তোমাদের কাছে বলি মনে মনে মাথাটি করে নত
সার্থক হবে,হবে হবে জয় তোমাদের সব ব্রত।
=============
Ashis kumar Chakrabortty Advocate 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75
No comments:
Post a Comment