সাঁঝবেলার গান ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

সাঁঝবেলার গান ।। দীনেশ সরকার



সাঁঝবেলার গান

দীনেশ সরকার

 

দিনমণি ক্লান্ত হয়ে বসে যখন পাটে

ঝুপ করে আঁধার নামে পদ্মদিঘির ঘাটে।

ঘাটে তখন সারা পাড়ার মেয়ে-বউদের মেলা

গা ধুয়ে সব সন্ধ্যাপ্রদীপ জ্বালবে সাঁঝের বেলা।

 

ঘরে ফেরে গরু ছাগল দিনের আলো শেষে

ঘরমুখো সব কৃষকেরা শ্রান্ত-ক্লান্ত বেশে।  

চারিদিকে ঘনায় আঁধার সন্ধ্যা বুঝি নামে

তুলসী তলায় প্রদীপ জ্বলে শঙ্খ বাজে গ্রামে।

 

সারাটা দিন খুঁটে খেয়ে নীড়ে ফেরে পাখি

মনখুশিতে সবাই মিলে করে ডাকাডাকি।

সে ডাক শুনে তারাদের ওই ঘুম বুঝি যায় টুটে

 জ্বলে ওঠে আকাশ জুড়ে মেঘের গায়ে ফুটে।  

 

জেগে ওঠে লক্ষ্মীপেঁচা গাছের ডালে ডাকে

ত্রস্তপায়ে কাঠবিড়ালি লুকায় পাতার ফাঁকে।

পথের কুকুর ডেকে ওঠে ভরা সাঁঝের বেলা

ছেলেরা সব ফিরছে ঘরে সাঙ্গ করে খেলা।

 

মহাখুশি আকাশ তখন চাঁদ যখন দেয় উঁকি

জ্যোৎস্নামাখা চাঁদের হাসি দেখে খোকাখুকি।

জোনাক পোকা জ্বালায় বাতি ঝোপে-ঝাড়ে মাঠে

খোকাখুকু বই খুলে সব মন ঢেলে দেয় পাঠে।


 

**************


দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিণীপুর---- ৭২১৩০৬


No comments:

Post a Comment