রঙ্গে ভরা গ্রাম জীবনে
শান্তনু গুড়িয়া
কাজি পাড়ার দুই সতীনের চুলোচুলি,
খিস্তিখেউড় করছে তারা মা-বাপ তুলি।
গাদার থেকে ছাই উড়ে যায় মাঝির ঘরে,
জ্ঞাতিগুষ্টি তাই নিয়ে জোর বিবাদ করে।
জয়নালের বউ বাচ্চা বিয়োয় গন্ডাদেড়েক,
পাটায় বসে হারুন, পাছায় ফুটলো পেরেক।
মোকসেদদের উঠোনে যেই রোদ পড়েছে,
বেয়াক্কেলে রওশনচাচার দাঁত নড়েছে।
নফলের ওই নামাজ পড়ে রাতের বেলা,
সন্ধ্যাতারার পানে লতিফ ছুঁড়ছে ঢেলা।
পাটিগণিত কি বীজগণিত শেখেনি কেউ,
রঙ্গে ভরা গ্রাম জীবনে লাগে যে ঢেউ !
**********************************
শান্তনু গুড়িয়া,
বেড়াবেড়িয়া, বাগনান, হাওড়া ৭১১৩০৩
No comments:
Post a Comment