ডুবুরি ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

ডুবুরি ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায়



ডুবুরি

সমীর কুমার বন্দ্যোপাধ্যায়


আমি ডুবুরি

ডুব দিই গহন মনে

তুলে আনি

হিংসা দ্বেষ ক্ষোভ

রেখে আসি

প্রেম প্রীতি ভালোবাসা,

আমি খুঁজে চলেছি

নিজেরই অজান্তে

নিরন্তর

অতল সাগরে,

আরশির সামনে দাঁড়ালে

প্রশ্ন জাগে মনে

কি পেয়েছি কি পাইনি

উত্তর অধরাই থাকে।

No comments:

Post a Comment