নিঃশেষ ভবিষ্যৎ ।। শৌনক ঠাকুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

নিঃশেষ ভবিষ্যৎ ।। শৌনক ঠাকুর


নিঃশেষ ভবিষ্যৎ

শৌনক ঠাকুর


সে নয় কেবল গন্তব্যের সেতুবন্ধন

বরং এক সমাহিত চেতনার ভূগোল

যার উপর পা ফেলে যে হাঁটে

সে নিজের নয়

এক পুরাতন ঋষিস্মৃতির পুনরাবৃত্তি মাত্র।


তার রূপ নেই রচনাও নয়—

সে এক অরূপ শিল্প

যার ক্যানভাস সময় নয়

বরং ত্রিকালবিহীন অভিজ্ঞতার ধুলোজমা অস্থি।


প্রতিটি ধাপ এক মুদ্রাহীন মুদ্রা,

যা বিনিময়যোগ্য কেবল নৈঃশব্দ্যে।


পথের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকে

বিপরীতধর্মী বেদনা—

একটিতে গর্ভজাত প্রতিশ্রুতি,

আরেকটিতে দাহের আগুনে নিঃশেষ ভবিষ্যৎ।


________________

শৌনক ঠাকুর 
গ্রাম পোঃ দক্ষিণখন্ড 
 থানা সালার 
জেলা মুর্শিদাবাদ 

No comments:

Post a Comment