মা গো তুমি কোথায় আছো
রানা জামান
মাকে খুঁজি আতিপাতি
মা তো কোথাও নাই,
বলতে পারো কোথায় গেলে
মাকে খুঁজে পাই।
মায়ের কোলে শিশু দেখে
মনে জাগে সাধ,
মায়ের আদর পাওয়া থেকে
আমি আছি বাদ।
মা গো তুমি কোথায় আছো
কোন সে দূরের দেশ,
জলদি আসো আমার কাছে
সফর করে শেষ।
কতদিন না দেখি তোমায়
পোড়ে আমার মন,
তোমার জন্য ব্যাকুল হয়ে
কাঁদে সারা ক্ষণ।
No comments:
Post a Comment