আমরা স্বাধীন
রাফেল ইসলাম
প্রভাত বেলায় উজ্জ্বল আকাশ
সোনালী রোদ পাড়ায়,
পনেরোই আগস্ট চারিদিকে ছেলেরা
শহীদের গান গায়।
বীরদের বলিদানে পেয়েছি মোরা
দেশে স্বাধীনতার সুখ,
তাঁদের জন্য অশ্রু ঝরে
সর্বদা কাঁপে বুক।
কচিকাঁচা হাতে পতাকা ধরে
ঘুরছে আজ পথে,
আনন্দে নতুন পোশাক পরে
স্বাধীনতার উৎসবে মেতে।
স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা
জাতীয় সংগীত গেয়ে,
পতাকা উত্তোলন করে লাড্ডু
ঘরে আসে নিয়ে।
দোয়েল শালিক নেচে বলে
এসেছে খুশির দিন,
হাওয়ার সাথে গাছপালা খেলে
জানায় আমরা স্বাধীন।।
=============
নাম-রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া (বিড়লাপুর)।
পোস্ট -চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.
No comments:
Post a Comment