স্বদেশ ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

স্বদেশ ।। জীবন সরখেল

স্বদেশ

জীবন সরখেল 


এদেশ তোমার আমার সবার
নিয়ে দায়িত্ব দায় 
এসো দেশের উন্নতিতে 
হাতটি সবে লাগাই।
নিন্দে করতে পারে সবাই 
গড়তে পারে কজন?
ভালোর চেষ্টায় এসো তো ভাই
দেখি কেমন সুজন!
দেশ স্বাধীনের উনআশি 
হয়েছে বছর পার 
শিল্প শিক্ষা স্বাস্থ্যে খেলায় 
চায় প্রযুক্তির বিস্তার।
জগৎ সভায় আবার ভারত 
থাকুক শ্রেষ্ঠ স্থানে 
আধ্যাত্মিক ভাব ভাবনার সাথেই
এগোক জ্ঞান বিজ্ঞানে...

_______________


জীবন সরখেল

জীবন সরখেল, বাঁকুড়া, ভারত। 

No comments:

Post a Comment