ইচ্ছে পাখির ডানা
নিশা তালুকদার
মন ভাঙ্গা এক পাখির মতন
উড়ে বেড়ায়,
নেয় না খোঁজ, করে না যতন।
ঘুরে বেড়ায়।
তাল মিলিয়ে তালে,
গাল মিলিয়ে গালে,
বিভেদ থেকে সরে দাঁড়াই।
উড়তে নেই মানা
দুনিয়া হবে জানা।
তবু কম উড়ি,
নই কারো হাতে বাধা ঘুড়ি।
ইচ্ছে কি করে না ঘর বাঁধি
এক জায়গায় বেশিক্ষণ,
বড্ড লাগে একঘেয়েমী।
নীল আকাশে মিশে রই,
মনের কথা মেঘেদের কই।
===============
নিশা তালুকদার
নদীয়া জেলার মদনপুর গ্রাম
No comments:
Post a Comment