দু'টি ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

দু'টি ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী

দু'টি ছড়া

স্বপনকুমার পাহাড়ী


crabs


গাঁয়ের পথে


ঝাঁকড়া চুলে কাঁকড়া বোঝাই ঝাঁকা। 
গাঁয়ের পথে হাঁটছে আঁকাবাঁকা। 
কাঁকড়ারা কয়: কতোয় বেচবে কাকা? 



দাদাগিরি


কথা  বলছিস বেশ তো  পেঁচিয়ে পেঁচিয়ে! 
দেবো নাকি ঐ প্যাঁচামুণ্ডুটা ঘেঁচিয়ে? 
মতলবখানা  পুরোটাই যাবে কেঁচিয়ে। 
মরবি কেবল চেঁচিয়ে--খালি চেঁচিয়ে! 

-------------------------------------------------

Swapankumar Pahari
Vill.: Dakshin Paikbar,
P.O.: Dakshin Dauki,
P.S.: Junput Coastal,
Dist.: Purba Medinipur,
PIN--721450.


No comments:

Post a Comment