কবি সুকান্ত স্মরণে কবিতা ।। দীপঙ্কর বৈদ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

কবি সুকান্ত স্মরণে কবিতা ।। দীপঙ্কর বৈদ্য

chharpatra-sukanta-bhattachrya

ছাড়পত্রের ছাড়

দীপঙ্কর বৈদ্য


তারুণ্যের কবি সুকান্ত —
'ছাড়পত্রে' কতটুকু ছাড় পেলে?
রাস্তায় এসো না দেখি!
প্রিয় মানুষের চোখাচোখিতে
আর কিছু না হোক
লুকানো ব্যথা তো কমে,
একে-অপরের বন্ধুত্বে
এখন ঘরে ঘরে স্বাস্থ্য
তো আগের তুলনায়
অনেক ভালোই হয়েছে,
কোনো কিছু হবার
আগেই আসে 'পূর্বাভাস'
তবুও দু'চোখে 'ঘুম নেই'!
'মিঠেকড়া' জীবনে সুপ্ত 'হরতাল';
মনের কথায় ছন্দ
আর আবৃত্তি করে
যতই 'গীতিগুচ্ছ' বানাও
উপার্জন ছাড়া স্বপ্নও শূন্য! 
এখন দুয়ারের 
মধ্যেই তো সবকিছু
শৈশব, যৌবন, বার্ধক্য
জন্ম, বিয়ে, মৃত্যু...
আর কি চাই?
শুধু ধাত্রীর সামনে
নদীর বুকে ভেসে যায়
তিল তিল করে
গড়ে ওঠা সুচেতনা!
______________________

দীপঙ্কর বৈদ্য
চম্পাহাটি, বারুইপুর 
দক্ষিণ চব্বিশ পরগনা 

No comments:

Post a Comment