কবি সুকান্ত
কাজল আচার্য
কালের রানার ছুটে
চলছে আছো।
শহর নগর যতই
রঙিন সাজো।
আঠেরো বছর তোমার
ছিল খুব প্রিয়।
বুক ভরা আগুন
আমাদের খানিক দিও।
দেশলাই কাঠি তুচ্ছ,
অথচ ভয়াবহ।
মারামারি হানাহানি এখন
চরম দুর্বিষহ।
চাঁদের বদলে রুটি চাই
তোমার দাবী।
কবিতা নয় গদ্য চায়
দুঃখী অভাবী।
তুমি কী শোনো না
অসহায় মানুষের কান্না।
সীমানা ছাড়িয়ে কে আর
বলবে আর না।
================
Kajal Acharaya
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir)
P.O- Nabapally
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126
No comments:
Post a Comment