নতুন ভারত
কল্যাণ কুমার শাণ্ডিল্য
আমরা সবাই ভারত বাসী একটাই পরিচয়
পিতৃভূমি, মাতৃভূমি সেই ভারত আলয়।
উত্তরে হিমালয় পাহারায় স্থির-দ্বারে
তিন দিক তার রেখেছে ঘিরে সাগর-জলে।
শীর্ষ শুভ্র তুষার শোভিত শৃঙ্গারে
ত্রিবেণীর জলধারা ব'য় চরণ তলে।
বহু জাতি বহু যুগ ধরে
আঘাত দিয়েছে মা'গো তোমায়!
ভারতবাসী সহ্য করেছে,
বিপরীত গতি আজ কে থামায়!
সাগরের বুকে অস্তাচল, পাহাড়ে সূর্যোদয়
পশ্চিম-পূবে সাগর পাহাড় অপার মহিমাময়।
নদী ভরে আছে বৃষ্টির জলে,
ভরে আছে খেত সবুজ ফসলে।
প্রভাতে সাঁঝে মন্ত্রের মাঝে বল সূর্যের জয়।
শত্রুরা আসে বারে বার,
নবরূপে দেয় হুঙ্কার
সীমানায় বসে আনাচে কানাচে, নেয় কত প্রাণ!
এই প্রজন্মের কত সৈনিক,
খুঁজে মারে নিশানায় ঠিক।
গর্বিত মা গর্বিত সন্তান
ভারত বাসী আমরা হলাম সেই ভারতের সন্তান।
•~•~•~•~•~• সমাপ্ত•~•~•~•~•~•
কল্যাণ কুমার শাণ্ডিল্য
RG-9/1, Raghunathpur, Sarkar Bagan
Kolkata- 700059, West Bengal
No comments:
Post a Comment