কেন এমন মনে হয়
মোঃ আব্দুল রহমান
দরজার চৌকাঠে বসে তুমি
হেলান দিয়ে দেওয়ালে
ঝিরঝির বর্ষণ
উঠোনে প্রেম ভিজে যায়
লজ্জা নেই
শালীলতাহীন পরিচ্ছদ উঁকি দেয়
পিচ্ছিল যৌবন ধুতে ধুতে
কিনারে লেপ্টে যায় নোনা জলছাপ
তুমি নিজেই নিজের উঠোন
ঢেউ ওঠে বুকের নদীতে
আমি সাঁতার জানি না! ভীষণ ভয় পাই
একাকি নির্জনে ভেসে চলি
উত্তরমেরু দক্ষিণমেরু সংযোগে
হাবুডুবু-
আমার ভাঙা ডিঙা ডুবে যায় থই থই তারুণ্যে
উজান বড়ই নিষ্ঠুর
বড়ই অভিশপ্ত!
==============
মোঃ আব্দুল রহমান ( শিক্ষক )
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
পিনকোড- ৭৪২১৬৫

Comments
Post a Comment