র ণ স্বা ধী ন তা র র ঙ
সফিউল মল্লিক
আমি ভারত মায়ের গর্ভে, বাঙালি বীর সন্তান,
এক হাতে পতাকা, আর অন্য হাতে মোর দেশের সংবিধান...
তোমারাই চির সবুজ, দিয়েছো স্বাধীনতার পাঁচ'টি রঙের রূপ, একমুঠো ফুলের সুঘ্রাণ,
প্রাণ ভরে উড়তে দেখি ভারত মাতার তাজ,
ঐ পতাকার মাঝে পাঁচ রঙ আছে বলুনতো দেখি আজ,
যখন আমরা হৃদয় জুড়ে মন খারাপের সব কান্না করি,
তোমাদের সংগ্রাম, কাব্য, কবিতার, রণ সংগীত, ললিত বাণী,, চির খাঁটি আজও বহমান হাওয়াতে নয়নজলে মোদের ভরি,
উপরে গেরুয়া, মাঝে সাদা, সবুজ আছে তার তলে, মধ্যে আঁকা গোলাকার নীল চাকা রঙের,
অজস্র রক্ত শক্তি দাগের ছোপ আছে ওই পতাকার হৃদয় জুড়ে,
ভেবে দেখেছো কি কখনও ? আদেও কি আর একটি রঙের সনে,
বজ্জাত কুলাঙ্গার অপদার্থ ওরা কি স্বাধীনতার মানে জানে ?
পূর্বাভাসে শীতল বাতাসে প্রেমের শিহরন বয়ে আনে,
তখন খুঁজে পাই স্বাধীন মায়ের আসল ভালবাসার সঠিক মানে,
দুর্গম পথে চলতে গিয়ে যদি হয় ভীষণ ভয়
যুবশক্তি বীর যোদ্ধাদের শেখাই জাতির রক্তের জয়,
সহজ সরল শব্দগুলো কাঁপিয়েছে মোদের বুক,
অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হল মুখোশ ঢাকা মুখ,
যারা এই দেশের মাটির জন্য হয়েছে বলিদান,
স্বাধীনতার সংগ্রামী বীর শহীদের সম কুর্নিশে অমর প্রাণ,
হয়েছি স্বাধীন ফিরে পেয়েছি এতগুলো বছর,
দেশ বাঁচানোর জন্য যারা দিয়েছিলো শত প্রাণ, রেখেছি কি তার কিংবা পরিবারের খবর...?
প্রণাম নিও ভারত মাতার সব হে বীর সন্তানেরা ভীষণ ঋণী তোমাদের কাছে,
তোমাদের ইচ্ছেশক্তির প্রতিদানকেই সঙ্গী করেই আমাদের এই হৃদয় বাঁচে।।
==============
নাম:-সফিউল মল্লিক।
গ্রাম:-জগৎবল্লভপুর।
পোস্ট:-মায়াপুর।
থানা:-বজ বজ।
জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর:-৭৪৩৩১৮.
No comments:
Post a Comment