সুকান্ত ভট্টাচার্য স্মরণে কবিতা ।। দেবার্পন চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

সুকান্ত ভট্টাচার্য স্মরণে কবিতা ।। দেবার্পন চক্রবর্তী

অগ্নিশিখা

          দেবার্পন চক্রবর্তী

তুমি এলে হাতে মুক্তির ছাড়পত্র নিয়ে,

জন্মের প্রথম নিঃশ্বাসেই নিলে বিদ্রোহের শপথ।

তোমার কলম হয়ে উঠল শোষণের বিরুদ্ধে তলোয়ার,

তোমার শব্দ জ্বলে উঠল দাবানলের মতো,

পুড়িয়ে দিল শোষকের অজেয় দুর্গ।

তোমার কলম লিখল "ঘুম নেই",

যাতে ঘুমন্ত চোখেও চেতনার সূর্য ওঠে।

তুমি পাঠালে "রানার"—

শোষণের আঁধার গলি-ঘুপচি পেরিয়ে

পৌঁছে দিতে রেনেসাঁসের বার্তা।

একুশে থেমে গেল শ্বাস,

তবু থেকে গেলে মানুষের হৃদয়ে—

"দেশলাই কাঠি" হয়ে।

যতদিন পৃথিবীতে ক্ষুধা আর শোষণ থাকবে,

ততদিন সূর্যের তেজের মতো দীপ্তি ছড়াবে

তোমার প্রতিটি কবিতা, প্রতিটি শব্দ।

আর মানুষের হৃদয়ে জ্বলবে সেই অগ্নিশিখা—

যার নাম সুকান্ত।

============

দেবার্পন চক্রবর্তী

Debarpon chakraborty 
Public school Road.
P.O: Rangirkhari 
P.S: Silchar 
Dist: Cachar 
STATE: ASSAM 
PIN: 788005


No comments:

Post a Comment