সুকান্ত ভট্টাচার্য স্মরণে ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

সুকান্ত ভট্টাচার্য স্মরণে ।। সঞ্জয় বৈরাগ্য

 

হে গণমানুষের কবি 

সঞ্জয় বৈরাগ্য



হে কিশোর কবি,
'ছাড়পত্র', 'মিঠেকড়া', 'অভিযান', 
'ঘুম নেই', 'হরতাল', 'গীতিগুচ্ছ' ইত্যাদি অসংখ্য সাহিত্য-সৃষ্টিতে স্বল্প সময়ের জীবনে নিজ প্রতিভা, 
মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছিলে তুমি। 
হে গণমানুষের কবি, 
অসহায়-নিপীড়িত সর্বহারা মানুষের সুখ-দুঃখ ফুটে উঠেছিল তোমার কবিতায়, 
তোমার সাম্যবাদী রচনা আজও সাহসী ও উজ্জীবিত করে তোলে এ মন'কে।
হে বিপ্লবী ও স্বাধীনতার আপোসহীন সংগ্রামী,
একাধারে বৈপ্লবিক কর্মকাণ্ড, স্বাধীনতার আপোসহীন সংগ্রাম এবং
দেশ ও দশের স্বার্থে অত্যধিক পরিশ্রম, 
শরীর সইল না আর ....!
মাত্র একুশেই গেলে চলে, আমাদের ছেড়ে
অজানা ঐ দূর দেশে।
হে প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি,
শুভ জন্মদিনে, তোমায় যে নমি।
 
=============
সঞ্জয় বৈরাগ্য 
কৃষ্ণনগর, নদীয়া।
পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment