সঞ্জয় বৈরাগ্য
হে কিশোর কবি,
'ছাড়পত্র', 'মিঠেকড়া', 'অভিযান',
'ঘুম নেই', 'হরতাল', 'গীতিগুচ্ছ' ইত্যাদি অসংখ্য সাহিত্য-সৃষ্টিতে স্বল্প সময়ের জীবনে নিজ প্রতিভা,
মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছিলে তুমি।
হে গণমানুষের কবি,
অসহায়-নিপীড়িত সর্বহারা মানুষের সুখ-দুঃখ ফুটে উঠেছিল তোমার কবিতায়,
তোমার সাম্যবাদী রচনা আজও সাহসী ও উজ্জীবিত করে তোলে এ মন'কে।
হে বিপ্লবী ও স্বাধীনতার আপোসহীন সংগ্রামী,
একাধারে বৈপ্লবিক কর্মকাণ্ড, স্বাধীনতার আপোসহীন সংগ্রাম এবং
দেশ ও দশের স্বার্থে অত্যধিক পরিশ্রম,
শরীর সইল না আর ....!
মাত্র একুশেই গেলে চলে, আমাদের ছেড়ে
অজানা ঐ দূর দেশে।
হে প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি,
শুভ জন্মদিনে, তোমায় যে নমি।
=============
সঞ্জয় বৈরাগ্য
কৃষ্ণনগর, নদীয়া।
পশ্চিমবঙ্গ।
No comments:
Post a Comment