গুচ্ছকবিতা ।। অভিজিৎ হালদার
—||• স্বাধীনতার ডাক •||—
রাত কেটেছে বন্দী শিকলে
আলো ছিলো না সে ঘরে
তবু বুকের মাঝে জ্বলেছে আগুন—
স্বাধীনতার নাম করে।
মা বলতেন, ফিরে এসো
পুত্র বলত, রক্ত দেবো
পেছন ফিরিনি কেউই তখন—
আমরা ছিলাম আগুনের সেবক।
লাঠি, গুলি, কারাগার—
সব ছিলো আমাদের দৈনিক সঙ্গী
তবু একটুও দমেনি হৃদয়
যখন মাটির গন্ধে উঠতো গনসঙ্গীত।
তোমরা যারা আজ স্বাধীন
জানো কি সে মূল্যের হিসেব ?
এক একটি নিঃশ্বাসের দাম ছিলো
এক একটি শহীদের রক্তলেখ।
—||• শহীদের শেষ চিঠি •||—
মা, আমি যাচ্ছি— লিখে গিয়েছিলো
চোখে ছিলো বিজয় ধারা
শত্রুর গুলিতে ঝরে পড়ে সে
তবু মুখে ছিলো ভারত মাতা।
পকেটে পাওয়া গেলো ছেঁড়া একটা ছবি
মায়ের মুখ, আর এক কিশোরী—
তবু শেষ চিঠিতে সে শুধু লিখেছে
আমার রক্তে যেন জন্ম নেয় ভোর।
চিতা নেই, নেই ফুলের মালা
তবু দেশের মাটি তাকে রেখেছে চেনা
পাহাড় ডাকে, নদী গায় গান—
শহীদেরা হারায় না কোনোদিন জানা-অজানা।
তুমি যদি কখনো হাঁটো সে পথে
একবার থেমে বলো— ধন্য তুমি
কারণ আজ যেটা স্বাধীন আকাশ
তা নির্মিত তারই শেষ নিঃশ্বাসে।
—||• গেরুয়া-সাদা-সবুজ •||—
একটি পতাকা ওড়ে আকাশে
তিন রঙের গর্বিত গাঁথা
তাতে মিশে আছে হাজারো প্রাণ
লেখা আছে স্বাধীনতার কথা।
গেরুয়া— বলো কার রক্ত দিয়ে ?
সাদা— কার আত্মার দীপ্তি ?
সবুজ— সেই স্বপ্ন, যা আজও জেগে
কৃষকের বুক জয় করে নিত্য।
চক্রটি ঘোরে সময়ের সাথে
উন্নতির ঘূর্ণি ঘুরিয়ে
তবু থামে যদি মনে পড়ে
সেই সব নাম, যাদেরকে ভুলিয়ে।
এই পতাকা শুধু কাপড় নয়
এ এক জাতির আত্মঘোষণা—
যা হাতে নিয়ে বলেছিলাম একদিন,
স্বাধীনতা আমার জন্মাধিকার, প্রমাণ চাও?
—||• অগ্নিযুগের কবিতা •||—
কলম নয়, হাতে ছিলো বোমা,
বুকের ভেতর বিপ্লবী আগুন,
তোমরা বলো সন্ত্রাস, তারা বলেছে—
স্বদেশ ছাড়া নেই আর কোনো গুণ!
খুদিরাম হাসলো ফাঁসির আগে
যেনো সে যাচ্ছিলো উৎসবে
কানাই, প্রফুল্ল, সূর্য সেন—
রক্তে লিখেছে আগুনের বর্ণমালা।
চিঠির বদলে বিস্ফোরণে উত্তর
যেখানে শাসকের কণ্ঠে কাঁপন,
জয় হিন্দ, বন্দে মাতরম—
শব্দে নয়, ছিলো প্রাণে স্বরণ।
আজ যখন স্বাধীনতা গানের কলি
ভুলে যেও না সেই দাগগুলি—
তারা বেঁচে নেই, তাই আমরা বাঁচি
তাদের নামেই তো ইতিহাস হাঁটে আজ।
—||• একটি স্বাধীন সকাল •||—
সূর্য উঠেছিলো এক অন্য সকালে,
১৯৪৭-এর পনেরোই আগস্টে,
চারদিকে বাজছিলো উল্লাসধ্বনি—
তবু অনেক চোখে ছিলো কেবল অশ্রু।
কে ফিরবে ঘরে, কে আর নেই ?
কে বন্দী থেকেছে বিশ বছর ধরে ?
এই সকালে কতজন মা
ছেলের ছবি ছুঁয়ে বলেছে— জয় হোক তোরে।
তুমি স্বাধীন, আমি স্বাধীন,
এই কথাটির পেছনে কত হাহাকার !
কত অস্ফুট কান্না মিশে আছে
জাতীয় পতাকার প্রথম উড়ানে।
আজকের এই প্রভাতে দাঁড়িয়ে
আমরা বলি— শ্রদ্ধাঞ্জলি
কিন্তু শহীদেরা তো চেয়েছিলো কেবল
একটি সুস্থ, মানবিক পৃথিবী।
===================
লেখক অভিজিৎ হালদার
গ্রাম- মোবারকপুর
পোষ্ট - ফতেপুর
থানা - হাঁসখালী
জেলা - নদীয়া
No comments:
Post a Comment