কার্ত্তিক মণ্ডল
স্বাধীনতা,
শুধু তোমার জন্যই-------
শুধু তোমার জন্যই, ভীষণ লড়াই
কত প্রাণ হ'ল বলিদান
ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম গায়
জীবনের শেষ গান।
স্বাধীনতা,
শুধু তোমার জন্যই-------
শুধু তোমার জন্যই, বীর ছেলে
নেতাজি গিয়েছে হারিয়ে
তাঁর অপেক্ষায় দিনগুনে মোদের
পঁচাত্তরটা বছর গেল পেরিয়ে।
স্বাধীনতা,
শুধু তোমার জন্যই-------
শুধু তোমার জন্যই, কত মায়ের
কোল হয়েছে শূন্য
কালাপানি দীপান্তর সাজা
করতে হয়েছে পূর্ণ।
স্বাধীনতা,
শুধু তোমার জন্যই-------
শুধু তোমার জন্যই, জালিয়ানওয়ালায়
হাজার নরনারীর প্রাণহীন লাস
রক্তে মাটি লাল, আকাশে বাতাসে
বেদনার দীর্ঘশ্বাস।
স্বাধীনতা,
শুধু তোমার জন্যই------
শুধু তোমার জন্যই,হারিয়ে গেল
বিনয় বাদল দীনেশ
তাঁদের ত্যাগেই পাওয়া আমাদের
স্বাধীনতা সন্দেশ।
স্বাধীনতা,
তুমি কি পেরেছ------
তুমি কি পেরেছ, আজও সবারে
বর্ণে ধর্মে করতে এক
চলনে বলনে খাদ্যে যদিও
আমাদের মাঝে বিভেদ অনেক।
স্বাধীনতা,
তুমি সাম্যের গান গাও----
তুমি সাম্যের গান গাও,অফুরান
ভেদাভেদ সব ভুলে
তোমার জন্য প্রাণ দিল যাঁরা
তাঁদের রাখো গো হৃদয়ে তুলে।
No comments:
Post a Comment