কবি সুকান্ত ।। শিল্পরত্ন কুশল রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

কবি সুকান্ত ।। শিল্পরত্ন কুশল রায়

কবি সুকান্ত

শিল্পরত্ন কুশল রায়


শতবর্ষে জ্বলে ওঠো আবার,
কণ্ঠে তোমার সংগ্রামের আগুন,
ক্ষুধার রাত্রি ভাঙার শপথে
আজও বাজে তোমার ধ্বনি অনুগুণ।

অগ্নি-শিশু তুমি বাংলার মাটি,
মুষ্টিবদ্ধ হাতের বিদ্রোহের গান,
বুকের ভিতর জ্বলে ওঠা স্বপ্ন—
শোষণহীন ভোরের ডাক মহান।

তরুণ বয়সেই নিভে গেলে তুমি,
কিন্তু রইলে দীপ্ত বাতিঘর হয়ে,
রক্তক্ষরণে ঝলসে ওঠা কবিতা
আজও দাঁড়ায় অন্যায়ের বিপরীতে লয়ে।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়—
তোমার সেই অমর উচ্চারণ,
আজও ছুঁয়ে যায় নিপীড়িত প্রাণে,
আনে লড়াইয়ের প্রেরণার বরণ।

শতবর্ষেও তোমার রক্তিম ছাপ
আঁকে পথ নতুন দিগন্ত জুড়ে,
বাংলা কবিতায় অমর তুমি সুকান্ত,
বেঁচে আছো আগুনের অক্ষরে অক্ষরে।

==================


শিল্পরত্ন কুশল রায়
অমরপুর গোমতি ত্রিপুরা

No comments:

Post a Comment