উড়ান কথা ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

উড়ান কথা ।। সুদীপ কুমার চক্রবর্তী



উড়ান কথা 

সুদীপ কুমার চক্রবর্তী


শূন্যে উড়ছে স্বপ্নের স্বর্ণ গোলক—
জাল বুনছি দিনরাত—
একদিন টুপ করে এসে পড়বে হাতে।

একদিন ছড়িয়ে পড়বে চন্দ্রালোক
আগাছা গজিয়ে ওঠা— 
গণতন্ত্রের পুরনো  ভাঙা বাড়ির ছাতে।

কল্পতরু জন্মেছে দুয়ারে-উঠানে
হাত পেতে বসে আছি শ্রমণ এর মতো
মাধুকরী হবে পাকা ফল—
ভরপেট খাওয়া যাবে ক্ষুধা নিরসনে।

দাঁড়ের শিকলে বাঁধা—ডানাছাঁটা নীলকন্ঠ পাখি
আহা এসো স্বাধীনতা! —মুক্ত উড়ানে কাছাকাছি।

-------------------------
Sudip Kumar Chakraborty Joyanti Gazipur Howrah  711413.

No comments:

Post a Comment